অবসরে আরপি সিং

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ভারতের সাবেক ফাস্ট বোলার আরপি সিং। আন্তর্জাতিক অভিষেকের ১৩ বছর পর এ সিদ্ধান্ত নিলেন তিনি।

- Advertisement -

২০০৫ সাল থেকে ২০১১ পর্যন্ত ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৮২টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি।

- Advertisement -google news follower

অবসর প্রসঙ্গে ৩২ বছর বয়সী এ তারকা বলেন, ‘আজ আমি আমার বুট জোড়া তুলে রাখছি। আমার এই পথচলায় যারা আমাকে সমর্থন দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

২০০৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই ম্যাচ সেরা হয়েছিলেন আরপি সিং। পরের বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লেখান। আর ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে অনন্য অবদান ছিল তার।

- Advertisement -islamibank

২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আরপি সিং। তিন ফরম্যাটে তার মোট উইকেট সংখ্যা ১২৪টি।

জয়নিউজ/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM