আসকারদিঘীতে মন্দিরে অগ্নিকাণ্ডে নিহত এক   

নগরের আসকারদিঘীর পশ্চিম পাড়ে লোকনাথ মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় অরুণ ভট্টাচার্য নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই মন্দিরের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করতেন। অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামে।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

- Advertisement -google news follower

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন ঘটনাস্থল থেকে জয়নিউজকে জানান, সন্ধ্যা সাতটার দিকে লোকনাথ মন্দিরের পাশের একটি ঘরে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে ১২টি আধাপাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় মন্দিরের ভিতরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে হিসাবরক্ষক অরুণ ভট্টাচার্য অসুস্থ হয়ে পড়েন। পরে শারিরীক অবস্থার অবণতি হলে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন চৌধুরী জানান, সাতটায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, নন্দনকানন, আগ্রাবাদ ও বন্দর ইউনিটের ১১টি গাড়ি ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ১২টি আধাপাকা ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

- Advertisement -islamibank

এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্দিরের পুরোহিত বিক্রম চক্রবর্তী জয়নিউজকে জানান, মন্দিরের মূল ভবনে আগুন লাগেনি। সুরক্ষিত রয়েছে মূর্তি। তবে মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হয়েছে।

জয়নিউজ/পিএন/এমফ/এফও/জেডএইচ

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM