উইম্যানস এসএমই এক্সপো শুরু রোববার

নগরে দ্বাদশ বারের মত আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মহিলা উদ্যোক্তাদের সর্ববৃহৎ মেলা ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ। রোববার (৪ নভেম্বর) বিকেল চারটায় নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

- Advertisement -

বৃহস্পতিবার (১ নভেম্বর) নগরের আগ্রাবাদ হোটেলে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব।

- Advertisement -google news follower

এবারের মেলায় ছোট-বড় মিলিয়ে সাড়ে তিনশটি স্টল ও ১০টি প্যাভেলিয়ন অংশগ্রহণ করছে। বাংলাদেশসহ ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও পাকিস্তানের নারী উদ্যোক্তারা মেলায় পণ্যসামগ্রী সাজাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, এম এ লতিফ এমপি, সাবিহা নাহার বেগম এমপি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাদ মোহাম্মদ আল মুহাইরি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্ল্যাহ।

- Advertisement -islamibank

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, রুহি মোস্তফা, পরিচালক রোকেয়া নাসরিন, সুলতানা নুরজাহান রোজি, কাজী তুহিনা আক্তার, নুসাত ইমরান, রোজিনা আক্তার লিপি, আইভি হাসান ও সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী।

 

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM