উপজেলা নির্বাচন: বান্দরবানে ১২৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বান্দরবানের ৭টি উপজেলার ১৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, থানচি, রুমা এবং রোয়াংছড়ি উপজেলায় লড়ছেন ১৭ জন চেয়ারম্যান এবং ৩০ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী। রোববার (১৭ মার্চ) কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে স্বচ্ছ ব্যালট পেপার, ব্যালট বাক্স, ১৭৬ জন প্রিসাইডিং অফিসার, ৩৫২ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১ হাজার ৫৬ জন পোলিং অফিসার এবং প্রায় ৩ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলাজুড়ে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭ উপজেলায় মোট ভোটারসংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৩ জন।
জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম বলেন, ৭ উপজেলায় ১৭৬টি কেন্দ্রে সোমবার ( ১৮ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে ১২৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

- Advertisement -

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM