এটিএম শামসুজ্জামান হাসপাতালে

প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -

এটিএম শামসুজ্জামানের ছোটভাই সালেহ জামান জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এ অভিনেতা। শুক্রবার রাতে বেশি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

- Advertisement -google news follower

শনিবার (২৭ এপ্রিল) তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার চলছে।

এটিএম শামসুজ্জামান ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। বহু চলচ্চিত্রে অভিনয় করলেও ১৯৭৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘নয়নমনি’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। টিভি নাটকে অভিনয় করেও প্রশংসিত এ অভিনেতা ২০১৫ সালে একুশে পদক পান। দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবারেরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনয়শিল্পী।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM