এসডিজি বাস্তবায়নে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

সরকারের গৃহীত উন্নয়ন ও এসডিজি বাস্তবায়ন কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক।

- Advertisement -

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রম ও এসডিজি বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করতে হবে। সকলের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামছুল হক, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, ধলিয়া মৌজার হেডম্যান চাইলাপ্রু চৌধুরী প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/সবুজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM