কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

- Advertisement -

সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় কর্ণফুলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং নৌবাহিনী স্কুলের শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাইসার, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর, ওসি (তদন্ত) নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ, শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপর আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

>জয়নিউজ/লাভলু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM