গ্রীষ্মে চুলের যত্ন

আবহাওয়ার পরিবর্তনের কারণে তার প্রভাব চুলের উপরেও পড়ে। আবহাওয়ায় শুকনো টান থাকলে চুল রুক্ষ হতে শুরু করে, বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও চুল নেতিয়ে থাকে।

- Advertisement -

আবহাওয়ার প্রকোপ এড়িয়ে চুল ফুরফুরে, স্বাস্থ্যের দীপ্তিতে উজ্জ্বল। নিয়ম করে মেনে চললে চুল সারা বছর থাকবে দীপ্তিময়।

- Advertisement -google news follower

প্রথমেই পাত্রে করে পরিমাণমতো নারকেল তেল গরম করে নিন। চুলে শ্যাম্পু করার এক ঘণ্টা আগে ভালো করে মাথায় আর চুলে ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা রেখে স্মুদিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন। বাড়তি পানি তোয়ালে দিয়ে মুছে চুলে হিট-প্রোটেকট্যান্ট স্প্রে লাগান, তারপর একটা গোল ব্রাশ দিয়ে ব্লো ড্রাই করুন।

আয়রন চালান। চুল মসৃণ দেখানোর জন্য সিরাম লাগিয়ে নিন এবং একদম শেষে শাইন স্প্রে ছিটিয়ে নিন। সারা দিনের দৌড়ঝাঁপ আর আবহাওয়ার হামলা সামলানোর জন্য আপনার চুল একেবারে তৈরি!

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM