চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি রুটে পরিবহন ধর্মঘট বৃহস্পতিবার

বাসচালককে ৩ মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে এই দুই রুটে পরিবহনের সাথে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা ও আঞ্চলিক কমিটি।

- Advertisement -

জানা যায়, বুধবার (২৪ অক্টোবর) সড়কের সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট জিয়াউল হক মীর চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন চত্বরে মো. দিদারুল আলম (৪৫) নামে এক বাসচালককে ৩ মাসের কারাদণ্ড দেন। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন চট্টগ্রাম জেলা বাস, মিনি বাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুণ।

- Advertisement -google news follower

এদিকে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েণ্টে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে এবং এক প্রতিবাদ সমাবেশ করে। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বাস চালকের বিরুদ্ধে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এর দেওয়া দণ্ডাদেশ প্রত্যাহারের দাবি জানান এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে চট্টগ্রাম জেলা বাস, মিনি বাস যানবাহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসীম উদ্দিন।

প্রতিবাদ সমাবেশ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে প্রায় ১৫ মিনিট সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়তে হয় ওই দুই রুটের যাত্রীদের।

- Advertisement -islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM