চুরি বন্ধে মোবাইল লক সেবা চালু

ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপম্যান্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর ডাটাবেস সেবা চালু করেছে বিটিআরসি। মঙ্গলবার (২২ জানুয়ারি)থেকে এই কার্যক্রম চালু হচ্ছে। এর ফলে চুরি যাওয়া মোবাইল ফোন সেট বন্ধ করে দেওয়া যাবে।

- Advertisement -

আগামী কয়েক মাসের মধ্যেই এমন সুবিধা মিলবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

- Advertisement -google news follower

এ পদ্ধতিতে আইএমইআই ডাটাবেসের মধ্যে ব্যবহারকারীর মোবাইল ফোনের নম্বর, সিম কার্ডের নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংরক্ষণ করে রাখা হবে।

ফলে কোনো মোবাইল ফোন চুরি হয়ে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ফোনটিকে লক করে দেওয়া যাবে। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন চুরি হওয়ার হার কমে আসবে ।

- Advertisement -islamibank

আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে জেনে নিতে পারেন, সেটি ডাটাবেসে সংরক্ষিত হয়েছে কি না।

এজন্য ব্যবহারকারী চাইলে *#০৬# নম্বরে ডায়াল করে আপনার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি জেনে নিতে পারবেন।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM