জেএসসিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮১.৫২ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ০.৩৫। পাশের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের জেএসসির ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৮৯টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

- Advertisement -google news follower

এই শিক্ষাবোর্ডের অধীনে ২২৪টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১ হাজার ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রী ১ লাখ ১৪ হাজার ২৮৪ এবং ছাত্র ৯১ হাজার ১৩। পাস করেছে ১ লাখ ৬৫ হাজার ৩৮ শিক্ষার্থী। এবার ছাত্র পাসের হার ৮২.২৭ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮০.৯২ শতাংশ।

পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৩১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২ হাজার ৩০ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ হাজার ২০১ জন। গতবছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৭.১৯ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৮.৩৯ শতাংশ। এছাড়া বান্দরবান জেলায় পাসের হার ৮০.০৩, কক্সবাজারে ৮৫.৮৩, খাগড়াছড়িতে ৭৬.৭৫ এবং রাঙামাটিতে ৭৯.৭৪ শতাংশ।

জয়নিউজ/হিমেল ধর/ আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM