ডাকসুর নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

কার্যকরী সংসদের সভার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ৭ সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। একই সময়ে দায়িত্ব গ্রহণ করছেন ১৮টি আবাসিক হলের নির্বাচিতরা।

- Advertisement -

নতুন করে নির্বাচনের দাবির মধ্যেই শনিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে প্রথম বৈঠকে অংশ নেন তারা।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

- Advertisement -google news follower

এতে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান। এ পর্যায়ে ডাকসুর দায়িত্ব গ্রহণ করেন ভিপি নুরুল হক নুর।

- Advertisement -islamibank

এ সভার মধ্য দিয়েই মূলত আগামী ৩৬৫ দিনের জন্য ডাকসু কার্যকর হলো। দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনের মাধ্যমে সচল হলো দেশের দ্বিতীয় সংসদ হিসাবে খ্যাত ডাকসু।

এদিকে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন, সভা শেষে কমিটি ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, কেন্দ্রীয় শহীদ মিনার ও শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM