নগরে ৫০ পাসপোর্টসহ গ্রেপ্তার ৪

নগরের কোতোয়ালির জুবিলী রোড থেকে ৫০বাংলাদেশি পাসপোর্টসহ ৪ আসামিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

- Advertisement -

রোববার (১৯ মে) সকাল সাড়ে দশটার দিকে জুবিলী রোডের সিদ্দিক মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তাকৃতরা হল মো. নূরুল ইসলাম (২৮), মো. সফিক উল্লাহ (৩৯), মো. ওমর আরফাদ (৩০) ও আব্দুল কুদ্দুস (২৮)।

নগর গোয়েন্দা (উত্তর) পুলিশের উপ-কমিশনার মো. মিজানুর রহমান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্দিক মার্কেটে অভিযান চালিয়ে ৫০টি বাংলাদেশি পাসপোর্টসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -islamibank

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, জব্দকৃত পাসপোর্টগুলো ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ থেকে বিদেশে গমনের উদ্দেশ্যে রিয়াজ উদ্দিন বাজারস্থ সিদ্দিক মার্কেটের হামজা এভিগেশন নামক এজেন্সির মালিকের কাছে জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এবং পাসপোর্টগুলো কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপের বাসিন্দা জনৈক সাহাবুদ্দিনের মাধ্যমে সংগ্রহ করেছে বলে স্বীকার করে।

গ্রেপ্তারতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM