পরাজয়ের আশঙ্কায় ভোটে আসছে না বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও পরাজয়ের আশঙ্কায় বিএনপি ভোটে অংশ নেওয়ার সাহস পাচ্ছে না।

- Advertisement -

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, কে নির্বাচনে অংশ নেবে, কে নেবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগামী উপজেলা নির্বাচনেও যদি বিএনপি অংশ না নেয়, তাহলে সেটিও আত্মহননের মতো সিদ্ধান্ত হবে। তিনি বলেন, নির্বাচন কারও জন্য থেমে থাকবে না।

তিনি বলেন, বিএনপির নির্বাচন নিয়ে বক্তব্য সবসময় ‘নাচতে না জানলে উঠান বাঁকা’-এর মতো। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহসই পাচ্ছে না। এটিই হচ্ছে মূল বিষয়।

- Advertisement -islamibank

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সাংসদ শেখ সারহান নাসের তন্ময় এসময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM