বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

- Advertisement -

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মো. সুলতান মিয়া। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, এস এম শহীদুল ইসলাম, মো. ইউসুফ, মাস্টার শাহাদাত, মাকসুদুর রহমান বুলবুল, মাহমুদুর রহমান মাহাবুব, আক্তারুজ্জামান ও প্রবীন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিটন কুমার বড়ুয়া ও তাসমীন আকতার কাকলী।

উদ্বোধনের পর গ্রুপ পর্বের ১ম খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৬টি জেলা দল অংশগ্রহণ করে। এতে খাগড়াছড়ি জেলা দল কুমিল্লা জেলা দলকে ২-০ গোলে, ব্রাহ্মণবাড়িয়া জেলা দল ৭-০ গোলে বান্দরবান জেলা দলকে এবং চাঁদপুর জেলা দল রাঙামাটি জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।

- Advertisement -islamibank

অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ১ম খেলায় নোয়াখালী জেলা দল অনুপস্থিত থাকায় কক্সবাজার জেলা দলকে জয়ী ঘোষণা করা হয়। খাগড়াছড়ি জেলা দল ১-০ গোলে রাঙামাটি জেলা দলকে এবং বান্দরবান জেলা দল ৫-১ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফেনী জেলা দল বনাম খাগড়াছড়ি জেলা দল, লক্ষ্মীপুর জেলা দল বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা দল, কক্সবাজার জেলা দল বনাম চাঁদপুর জেলা দল এবং চট্টগ্রাম জেলা দল বনাম নোয়াখালী জেলা দল পরস্পরের মুখোমুখি হবে।

অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চাঁদপুর জেলা দল বনাম কক্সবাজার জেলা দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা দল বনাম খাগড়াছড়ি জেলা দল, চট্টগ্রাম জেলা দল বনাম বান্দরবান জেলা দল এবং কুমিল্লা জেলা দল বনাম লক্ষ্মীপুর জেলা দল পরস্পরের মুখোমুখি হবে।

জয়নিউজ/বিশু/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM