বনানীতে আগুন: তদন্তে ৬ সদস্যের কমিটি

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে।

- Advertisement -

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়।

- Advertisement -google news follower

মন্ত্রণালয় সূত্র জানায়, কমিটির অন্য সদস্যরা হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া।

তদন্ত কমিটি অগ্নিকান্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক সাতদিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবেন এবং এ ধরণের ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবেন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM