বন্দরে চেইন অব কমান্ড থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের গতিশীলতা আনার লক্ষ্যে অনেক পরিকল্পনা নিয়েছেন। সোমবার (২০ মে) সকালে বন্দরের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

- Advertisement -

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে বন্দর সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। বন্দর কর্তৃপক্ষ যদি সেই কাজ এগিয়ে নিতে পারে, তাহলেই আমাদের প্রশান্তি। বন্দরে চেইন অব কমান্ড থাকতে হবে। সিবিএ নেতাদের সব অনুষ্ঠানে থাকতে হবে না। সভাপতি-সাধারণ সম্পাদক থাকবেন। বন্দরের কর্মীরা আমাদের সম্পদ। বন্দর চেয়ারম্যান আপনাদের যৌক্তিক দাবি পূরণে সচেষ্ট।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এসডিজির লক্ষ্য ২০৩০ সালের আগেই আমরা পূর্ণ করব। দেশের প্রতি দায়িত্ব আছে, এটা মনে রাখলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্রের পূজারি ছিলেন। তিনি গণতন্ত্রকে ধারণ করতেন। তাঁর উদারতার সুযোগ নিয়ে লেবাসধারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু চট্টগ্রামের মাটিতে ভাটিয়ারির প্যারেডে জেহাদ ঘোষণা করেছিলেন অনাচার-দুর্নীতির বিরুদ্ধে।

- Advertisement -islamibank

হুইপ সামশুল হক চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM