বরকল-জুরাছড়িতে এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন

নানা কর্মসূচিতে শনিবার (১০ নভেম্বর) রাঙামাটির বরকল ও জুরাছড়িতে সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

- Advertisement -

বরকলে জেএসএস  উপজেলা খেলার মাঠ থেকে শোক র‌্যালি বের করে। পরে এম এন লারমাসহ আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছেন তাদের উদ্দেশ্যে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

- Advertisement -google news follower

বরকল-জুরাছড়িতে এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন | barkol mn larma pic 01

পরে উপজেলা শোক দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মনোজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা। শোকসভা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব অনিত কুমার চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা, পিসিপির সভাপতি লক্ষীমন চাকমা, হিলউইমেন্স ফেডারেশনের সভানেত্রী কদম্ব শোভা চাকমা, যুব সমিতির সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা।

- Advertisement -islamibank

এদিকে জুরাছড়িতে জেএসএসের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। পরে অস্থায়ীভাবে নির্মিত বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমাসহ অন্যান্যরা।

বরকল-জুরাছড়িতে এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন | 3

 

সবশেষে শোকসভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জেএসএসের ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রণজিৎ দেওয়ান। জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা ও সাবেক ইউপি চেয়ারম্যান সুরেশ কুরার চাকমা। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা। বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি সদস্য হেমন্ত চাকমা।

জয়নিউজ/পুলিন/সুমন্ত
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM