বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই । এ কারণেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে।

- Advertisement -

বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে- বিএনপি নেতা রহুল কবির রিজভীর এ মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাঁকে সাজা দিয়েছেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করে দেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।

- Advertisement -islamibank

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন প্রমুখ।

জয়নিউজ/অভিজিত/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM