মহেশখালীতে আগুনে পুড়ল শতাধিক দোকান

মহেশখালীর নতুন বাজারের প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।

- Advertisement -

সোমবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

- Advertisement -google news follower

মহেশখালী ফায়ার সার্ভিস ও চকরিয়া ফায়ার সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ আনে।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, সাংসদ আশেক উল্লাহ রফিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজারে অবস্থিত মসজিদের পাশের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম জয়নিউজকে জানান, আগুনের সূত্রপাত কীভাবে তা নির্দিষ্ট করে বলা না গেলেও মসজিদের আশপাশের কোনো দোকান থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করে মহেশখালী ফায়ার সার্ভিস। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় চকরিয়া থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

জয়নিউজ/শাহাবউদ্দীন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM