রমজানে দ্রব্যমূল্য না বাড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

রমজানে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

- Advertisement -

তিনি বলেন, সামনে রমজান। এই সময় তেল, ছোলা, চিনিসহ নিত্যপণ্যের মূল্য নিয়ে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে। পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি মূল্য যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

- Advertisement -google news follower

বুধবার (৩ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপিত সিটি ইকোনমিক জোনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।

ভিডিও কনফারেন্সে রূপগঞ্জ প্রান্ত থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

গণভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. ফখরুদ্দীন উপস্থিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জয়নিউজ/অভিজিত/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM