সন্দ্বীপ উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে এমপির হস্তক্ষেপ

সন্দ্বীপে উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের সভায় স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা তৃণমূল থেকে বাছাই করা প্রার্থীর নাম ফেলে দিয়ে নিজেই তিনজনের নাম ঘোষণা করেছেন।

- Advertisement -

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর নাম দেওয়ার বাধ্যবাধকতা আছে।

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু বলেন, নিয়ম অনুযায়ী এ ধরনের সভায় স্থানীয় এমপির উপস্থিত থাকার সুযোগ নেই। কিন্তু তিনি সেখানে গিয়ে তিনটি নাম ঘোষণা করেন। আমি ওই প্রস্তাবনায় স্বাক্ষর করিনি। তবে আমরা বিষয়টি মানতে বাধ্য হয়েছি।

- Advertisement -islamibank

এ ব্যাপারে জানার জন্য সাংসদ মাহফুজুর রহমান মিতাকে একাধিকবার ফোন দেওয়া হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

জয়নিউজ/কাউছার/বিশু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM