সাফ ফুটবলে সহজ গ্রুপে বাংলাদেশের মেয়েরা

এবারের মহিলা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, ভুটান ও পাকিস্তান এবং ‘বি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন কার্যালয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের ড্র অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের আয়োজক এখনও নির্ধারিত হয়নি। তবে এবারের আসরের সম্ভাব্য আয়োজক শ্রীলঙ্কা। এরপর আছে নেপাল। আমরা এ মাসের মধ্যে আয়োজক দেশ এবং ভেন্যুর বিষয়টি চূড়ান্ত করব।

উল্লেখ্য, সাফ ফুটবলের মেয়েদের পর্বে গত চার আসরের সবগুলো শিরোপা জিতেছে ভারত। বাংলাদেশের সেরা সাফল্য গত আসরে রানার্সআপ হওয়া।

- Advertisement -islamibank

আগামী ১৭ ডিসেম্বর এ প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা।

জয়নিউজ/এসআই/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM