সিএসই : বেড়েছে লেনদেন ও সূচক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সূচকের পরিমাণ গত দিনের তুলনায় বেড়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ৪ কোটি ৬৬ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৯৭ লাখ টাকা।

- Advertisement -

অন্যদিকে সিএসসিএক্স মূল্য সূচক ৩২ দশমিক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪২২ দশমিক ৭৩ পয়েন্টে। সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৩ দশমিক ৮৪ পয়েন্ট। সিএসআই সূচক ১০ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৭ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

- Advertisement -google news follower

এ দিন ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM