সীতাকুণ্ডে ৩ ছিনতাইকারী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পণ্যবাহী কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পণ্যবাহী কাভার্ডভ্যানটি।

- Advertisement -

বুধবার (২৩ জানুয়ারি) রাত ২.৩০টায় মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট সাংগু রোড এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশের হাতে আটক ছিনতাইকারীরা হলো সন্দ্বীপের গাছুয়া গ্রামের মো. ইউসুফের ছেলে মো. জুয়েল (২২), কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকার আবদুল মতিনের ছেলে মো. রিয়াজ (২৮) ও একই জেলার লাঙ্গলকোট থানার ওমর আলীর ছেলে মো. মনির (২৪)।

- Advertisement -google news follower

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীরা সংঘবদ্ধ একটি সিন্ডিকেটের সদস্য। তারা চালক ও হেলপারকে জিম্মি করে কাভার্ডভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করছিল।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জয়নিউজ/সেকান্দর/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM