সন্দ্বীপে দুই প্রতিবন্ধী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো কারিতাস

দাতা সংস্থা কারিতাস সন্দ্বীপের আলোঘর শিক্ষা প্রকল্পের সহায়তায় দুই প্রতিবন্ধী স্কুলছাত্রের নাক, কান ও গলা পরীক্ষা করা হয়।

- Advertisement -

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় প্রতিবন্ধী দুই শিশু গাছুয়া ২নং ওয়ার্ড বেড়িবাঁধ এলাকার নুরুল ইসলামের পুত্র মো. জিহাদ (৯) ও সন্তোষপুর ২নং ওয়ার্ড বেড়িবাঁধ এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. রাসেলকে (১০) সন্দ্বীপ মেডিকেল সেন্টারের ইএনটি বিভাগের বিশেষজ্ঞ ডা. মাসুদুল ইসলামের কাছে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আলোঘর শিক্ষা প্রকল্পের সুপারভাইজার অংগ্য মারমা ও স্কুল শিক্ষক মো. সুমন উদ্দিন।

- Advertisement -google news follower

সন্দ্বীপ আলোঘর প্রকল্পের আর্থিক সহায়তার এই দুই শিশুর নাক, কান, গলার চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনে চট্টগ্রামে অপারেশনসহ হিয়ারিং ডিভাইস প্রদান করা হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা অংগ্য মারমা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM