৩শ’ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এরশাদের

আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। শনিবার (২০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

- Advertisement -

এসময় তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। অবাধ নির্বাচন চাই। নিশ্চয়তা চাই, আমরা যারা সংসদে আছি সকলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে।

- Advertisement -google news follower

এরশাদ বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এ মাসের মধ্যেই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হবে। তৃণমূলের সমর্থনে মনোনয়ন দেওয়া হবে।
সাধারণ জনগণের উন্নয়নের জন্য নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি। তিনি বলেন, আমরা নির্বাচন পদ্ধতির পরিবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা, শিক্ষা পদ্ধতির সংস্কার, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শান্তির রাজনীতি ও সড়কে নিরাপত্তা চাই।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM