বোয়ালখালীতে হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী,প্রাণ নাশের হুমকি!

চট্টগ্রামের বোয়ালখালীতে দুবৃত্তের হামলার শিকার হয়েছেন পারিজাদ দে নামের এক স্বর্ণ ব্যবসায়ী। তাকে চর থাপ্পড়ের পাশাপাশি দুবৃত্তরা তার জায়গা থেকে গাছ বাঁশ উপড়ে ফেলে তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন এ ব্যবসায়ী।

- Advertisement -

গতকাল শনিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ সহায়তা চাইলে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

- Advertisement -google news follower

এ ঘটনায় স্থানীয় পিংকু কর ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পারিজাত দে।

পারিজাত দে বলেন, শনিবার রাতে পিংকু কর ভাড়াটে লোকজন নিয়ে ঘেরা-বেড়া ভাঙচুর করতে থাকে। এতে বাধা দিলে প্রাণ মেরে ফেলার হুমকি দেন তিনি।

- Advertisement -islamibank

ওই সময় তাদের হাতে দেশিয় ধারালো অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ছিলো। ভাঙচুর চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে রয়েছি।

পিংকু করের সাথে পূর্ব শত্রুতা বা জায়গা জমির বিরোধ নেই বলে জানান পারিজাত দে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, পিংকু লোকজন নিয়ে পারিজাতের জায়গার ঘেরা-বেড়া ভেঙে দিয়েছে। কেন এসব করছে বুঝতে পারছি না।

স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, ‘পারিজাত এ ব্যাপারে আমাকে জানিয়েছেন। তবে কি কারণে এ ধরণের ঘটনা ঘটেছে জানি না।’

অভিযুক্ত পিংকু কর বলেন, ‘পারিজাত রংবাজি করছে। ঘেরা-বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না, মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত আছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM