নন্দীরহাটে ৪০০ জনকে বস্ত্র বিতরণ

চট্টগ্রামের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাটের রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘরে ‍দুর্গাপূজা উপলক্ষে ৪০০ জন নারী-পুরুষকে বস্ত্র বিতরণ করা হয়েছে।

- Advertisement -

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপিত বিজয় কৃষ্ণ বৈষ্ণব, উপজেলা পূজা পরিষদ সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মহুরী, মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা আশুতোষ সাহা, রামপ্রাসাদ সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, বাংলাদেশ গীতিা শিক্ষা কমিটি হাটহাজারী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ণ গোস্বামী, দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মৃণাল কান্তি সূত্রধর, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন গোস্বামীসহ পূজার কমিটি সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেনেৱ উৎস সাহা ।

- Advertisement -google news follower

এর আগে মহাসপ্তমীর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, মন্দির কমিটির উপদেষ্টা প্রণব কুমার সাহা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এলাকার শিশু শিল্পীসহ বেতার ও টেলিভিশন শিল্পী শুক্লা পাল ও অনুপ নন্দী। কৌতুক পরিবেশন করেন এনটিভি হা-শো ও জি-বাংলা মিরাক্কেলের জনপ্রিয় শিল্পী ইয়াকুব রাসেল।

মহাষ্টমীর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ধুনচি আরতি। পাশাপাশি স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM