ইউসিবি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ঢাকায় চার বলে ০ রানে চাতারার বলে ব্র্যান্ডন টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফজলে মাহমুদ রাব্বী। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে পাঁচ বলে ০ রানে সিকান্দার রাজার বলে এগিয়ে খেলতে গিয়ে উইকেটরক্ষক ব্র্যান্ডন টেইলরের স্ট্যাম্পিংয়ের শিকার হন রাব্বী। প্রথম ম্যাচের মতো এবারও তিনি ব্যর্থ।
অভিষেকের পরপর দুই ম্যাচ বিবর্ণ হলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাশে পাচ্ছেন রাব্বী।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাব্বী প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আসলে ফজলে রাব্বি খুব আনলাকি। প্রথম ম্যাচে শুন্য রানের আউট। পরের ম্যাচে রান তুলার চিন্তা তাড়িয়ে বেড়ায় তাকে। সেজন্য রান তুলতে গিয়ে আউট হন তিনি। কাউকে সুযোগ দেওয়ার পর মাত্র এক-দুই ম্যাচ দেখেই বাদ দেওয়ার পক্ষপাতী আমি নই।’
৩০ বছর ২৯৫ দিন বয়সে ওয়ানডে অভিষেক হয় ফজলে রাব্বীর। মূলত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা এবং সাকিব আল হাসান দলে না থাকায় জিম্বাবুয়ে সিরিজের দলে ডাক পান তিনি।
জয়নিউজ