সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন নওজোয়ান ক্লাব

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও কে এন-হারবার কনসোর্টিয়ামের পৃষ্ঠপোষকতায় প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন হয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। অপরদিকে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিটল ব্রাদার্স।

- Advertisement -

বৃহস্পতিবার সিজেকেএস প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে আগ্রাবাদ নওয়াজোয়ান ক্লাব ৩-২ সেটে নবীন মেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সর্বনিম্ন পয়েন্ট পাওয়া কোয়ালিটি ব্লুজ ও ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব আগামী মৌসুমে ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে অংশগ্রহণ করবে।

- Advertisement -google news follower

অন্যদিকে সিজেকেএস ১ম বিভাগ ব্যাডমিন্টন লিগে (একক) লিটল ব্রাদার্সের মাঈনুল ২-০ সেটে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণের আদনকে হারান। পুরুষ দ্বৈতে লিটল ব্রাদার্সের মাঈনুল-সোহেল জুটি ২-০ সেটে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণের শামীম-আরাফাত জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লিটল ব্রাদার্স এবং রানার্সআপ আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ আগামী মৌসুমে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সিজেকেএস জিমন্যাশিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা দলের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় নূর মোহাম্মদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

- Advertisement -islamibank

সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সদস্য নিমশান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক দিদারুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. মোজাম্মেল হক, নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, জয়নিউজ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তানভীর আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর এস.এম শহিদুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মাকসুদুর রহমান বুলবুল, মোরশেদুল আলম, প্রবীন কুমার ঘোষ, মো. লুৎফুল করিম সোহেল, শওকত হোসেন, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক নিখিল চন্দ্র ধর, মোরশেদ খান, সদস্য মাইনুল ইসলাম আজাদ, মো. জসিম উদ্দিন, তৌহিদ হোসেন, পেয়ার মো. পেয়ারুসহ অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

জয়নিউজ/শহীদ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM