চলছে বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়েছে।

- Advertisement -

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে চীনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির স্ট্যাট কাউন্সিলর ও জন নিরাপত্তামন্ত্রী ঝাও কেজি।

- Advertisement -google news follower

বৈঠকে সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণ, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং নিয়ে আলোচনা হবে। এসব বিষয়ে যৌথ দল গঠন করা হবে বলেও জানা গেছে।

বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন সংস্থা প্রধান এবং চীনের পক্ষে ঝাও কেঝির নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছেন।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ঢাকায় আসেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ঝাও কেজি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM