দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ইরাক। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন দেশটির নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ। নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ শিয়া আল-সুদানি।
আল–সুদানি ইরাকের পার্লামেন্টে ইরান সমর্থিত শিয়াদের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা। সে হিসেবেই তাকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয়েছে। তবে তিনি দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদার আল–সদরের সমর্থন পাবেন না বলে মনে করা হচ্ছে।
গত অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে আল–সদরের নেতৃত্বাধীন জোট ভালো ফল করেছিল।
এখন পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে আল–সুদানিকে। একই সঙ্গে তাকে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সূত্র: আল জাজিরা
জেএন/পিআর