গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আগামী দশদিনের মধ্যেই ঐক্যের প্রভাব দেশে দৃশ্যমান হবে।
শনিবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের নুর আহমদ সড়কে ঐক্যফ্রন্টের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার পাকিস্তানী শাসন-নীপিড়নকে হার মানিয়েছে। সরকার এখন শুধু ভয় পায়। আমাদের প্রধানমন্ত্রী এখন নিজের ছায়াকেও ভয় পান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, খালেদা জিয়ার সঙ্গে যা হয়েছে আপনার সঙ্গে তা হবে না। অতীতের মতো ড. কামাল, ব্যারিস্টার মইনুল, মাহমুদুর রহমান মান্নারাই আপনাকে বাঁচাবে। মাওলানা ভাসানীর জন্ম না হলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হতে পারতেন না। প্রতিহিংসা থেকে সরে আসুন। গুণীজনদের সম্মান করুন। দেশের সকল বুদ্ধিজীবী আমাদের সাথে আছেন।
জয়নিউজ/অভি/ফারুক/জুলফিকার