আন্দোলনে চবি শিক্ষক সমিতির সংহতি

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

- Advertisement -

শুক্রবার (৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলক পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চবি শিক্ষক সমিতি মনে করে, ছাত্র-ছাত্রীদের দাবিগুলো নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য যৌক্তিক। এ দাবিগুলো পূরণ হলে সড়কের নৈরাজ্য বহুলাংশে কমে আসবে। সড়ক নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য চবি শিক্ষক সমিতি দাবি জানায়। পাশাপাশি, জনগণের ভোগান্তি সৃষ্টিকারী কর্মকা- থেকে বিরত থাকার জন্য পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষকে সমিতি আহ্বান জানায়।

ইতোমধ্যে এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির যৌক্তিকতা অনুধাবন করে সমস্যার দ্রুত সমাধানে সকলকে নির্দেশ দিয়েছেন। তাই শিক্ষক সমিতি নেতৃবৃন্দ তাকে ধন্যবাদ জানিয়েছেন।

- Advertisement -islamibank

একই সাথে নিরাপত্তার স্বার্থে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানায় শিক্ষক সমিতি।

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM