বিলাইছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন

‘জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বৃহস্পতিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

- Advertisement -

যুব উন্নয়ন অধিদপ্তর, বিলাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা আয়োজনে সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটৌয়ারী এবং উপজেলার যুবরা।

উপকারভোগী রায়ধন চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা এবং যুবদের পক্ষে বক্তব্য রাখেন থুই প্রু মারমা ও ময়না চাকমা।

- Advertisement -islamibank

সভায় বক্তারা বলেন, দেশে অর্ধেকের বেশি যুবক। তাই যুবদের বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশ সর্বোচ্চ কাতারে উঠে আসবে। যুবদের স্বতস্পূর্ত অংশগ্রহণে ২০৩০ এর মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা পুরনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দেব।

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM