‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা অনেক’

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী।

- Advertisement -

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিপ্লব পার্থ, কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মু. নাছির উল্লাহ, অ্যাডভোকেট শারমিন ফেরদৌসী, আল হোসাইন গ্রুপের ব্যবস্থাপক নাজমুল হাসান মাহমুদ, সৈয়দ জাহেদুল ইসলাম।

সংগঠন সভাপতি শহীদুল্লাহ সজীবের সভাপতিত্বে এবং মনজুুরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্ষপূতি উদযাপন কমিটির চেয়ারম্যান এস এম তৌহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরশেদুল আলম, মনছুর ইসলাম, জাহেদা আক্তার টুম্পা, তৌসিফুল হক, রবিউল হোসেন সাজ্জাদ, সজীব উদ্দিন, সাজ্জাদ হোসেন, রবিউল হোসেন, নঈম উদ্দিন, জেসমিন আক্তার, মো. মহিউদ্দিন, কাজী জয়া, প্রভাষ বিশ্বাস, আবু তৈয়ব, মাইশা আক্তার প্রমুখ।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, তরুণরা নিজ উদ্যোগে যেসব কাজ করছে তা আসলেই আমাদেরকে অভিভূত করে। তারা সমাজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে বৈষম্য হচ্ছে, আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন। তরুণরাই দেশের সম্পদ। কারণ তরুণ সমাজের হাতেই একটি দেশের সমৃদ্ধি নির্ভর করে। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণ প্রজন্মকে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি বিপ্লব পার্থ বলেন, অন্ধকারে আলোর সন্ধান দেওয়ার জন্য তরুণ সমাজকে জেগে উঠতে হবে। তাদেরকে দেখিয়ে দিতে হবে, সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর তরুণরা। ভালো কাজে বাধা আসবে, সমালোচনাও থাকবে অনেক। মনে রাখতে হবে, সমালোচনা করা মানেই আমরা ভালো কাজ করছি। সুন্দর সমাজ বিনির্মাণে থেমে গেলে হবে না।

মু. নাছির উল্লাহ বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, ভালো মনের মানুষ হতে হবে। তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে। তিনি ‘মানবতা’র বিগত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের গোল্ড মেডেল, সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM