‘সুন্দর পোস্টার লাগিয়ে নেতা হওয়া যায় না’

চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছেন, একটি ভালো প্রতিষ্ঠান অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করে ভালো মানুষ তৈরি করে।

- Advertisement -

রোববার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল (এমএ) মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে শোকরানা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

সাংসদ বাদল আরো বলেন, ধন-দৌলত, ক্ষমতা ও সম্মান আল্লাহর ইচ্ছায় মানুষ প্রাপ্ত হয়। সুন্দর ছবিযুক্ত পোস্টার লাগিয়ে নেতা-এমপি হওয়া যায় না। কপালে আল্লাহর দয়া থাকতে হবে।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার প্রতিষ্টাতা অধ্যক্ষ মাওলানা নুর মুহাম্মদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. আমানতুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চট্টগ্রামের সদস্য মো. ইউনুচ, মুক্তিযোদ্ধা আহম্মদ হোছাইন, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জাসদের কেন্দ্রীয় নেতা ছৈয়দুল আলম, জাসদ বোয়ালখালীর সভাপতি মনির ঊদ্দিন খান, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, থানার অফিসার ইনচার্জ মো. সাইরুল ইসলাম প্রমুখ।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM