নগরে ‘দ্য রোল অব এসএমই’স ইন দ্য ন্যাশনাল ইকোনমি- দ্য কেস অব জাপান অ্যান্ড হাউ বাংলাদেশ স্যুড গো অ্যাহেড’ শীর্ষক সেমিনার বুধবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), চট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটি (সিএএএস) ও বাংলাদেশ এওটিএস এলামনাই সোসাইটি (বিএএএস)’র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এ সেমিনারে উপস্থিত থাকবেন জাপানের অনারারি কনস্যুল জেনারেল মো. নুরুল ইসলাম ও জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ-বাংলাদেশ অফিস হিতোশি হিরাতা। এসএমই বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন দ্য ইন্টারন্যাশনাল কো-অপারেশন অর্গানাইজেশন ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ইন এশিয়ার প্রেসিডেন্ট প্রফেসর ড. নাওহিরো কুরোসী।
সভাপতিত্ব করবেন চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
জয়নিউজ/মনির/আরসি