সন্দ্বীপে ‘সার্বিক জনস্বাস্থ্যের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রমের উপর সচেতনতামূলক প্রশিক্ষণ’ শেষ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২ দিনের এ প্রশিক্ষণ কোর্স বুধবার (৭ নভেম্বর) শেষ হয়।
স্থানীয় সরকার ও জাইকার আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৫৩ জন নারী-পুরুষ অংশ নেন।
বুধবার সমাপ্তি অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদা। এর আগে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ। দু’দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিডিপি প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেসা চৌধুরী জেসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাইকার স্থানীয় কর্মকর্তা অর্নব চাকমা।
প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনউদ্দিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম।
জয়নিউজ/বাবু/শহীদ