উত্তর সাতকানিয়া থানার দাবিতে মানববন্ধন

উত্তর সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন একটি থানা গঠনের দাবিটি উল্লেখিত ইউনিয়নবাসির প্রাণের দাবি। তিনি কোনভাবেই তাদের মতামতের বাইরে থাকতে পারেন না। উত্তর সাতকানিয়া নতুন থানা গঠনের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে চট্টগ্রাম ১৪ ( চন্দনাইশ – উত্তর সাতকানিয়া) আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন , এ জন্যে যা কিছু করার দরকার তিনি করবেন।

- Advertisement -

শনিবার(৪ আগস্ট) বিকেলে প্রেস ক্লাব চত্বরে উত্তর সাতকানিয়া সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নতুন থানার পথিকৃৎ বিশিষ্ট সাংবাদিক, প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ উত্তর সাতকানিয়াবাসীর ন্যায্য দাবি নতুন থানা অবিলম্বে বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

- Advertisement -google news follower

নাগরিক সমাজের মাষ্টার মহিউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নুরুল হাকিম চৌধুরী, সালাউদ্দিন শাহরিয়ার,ওসমান আলী,হেলাল উদ্দিন টিপু,মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম,মনছুরুল ইসলাম,আবুল কালাম আজাদ, টেরিবাজার ব্যাসায়ী নেতা আহমদ হোসেন,রেয়াজউদ্দিন বাজার সমিতির ফারুক আজম, মাষ্টার জয়নাল, নাজিম উদ্দিন,আক্তার কামাল চৌধুরী, সবিহ উল আজাদ চৌধুরী সোহেল, ওহেলাল উদ্দিন, রকিম উদ্দিন, এডভোকেট খোকন, শহীদুল ইসলাম, শোয়েব আলী, ইখতিয়া উদ্দিন বাপ্পি, মোহাম্মদ এরশাদ,শাহ আলম,বাবলা দাশ,আলী নুর মানিক, তৌহিদুল ইসলাম, লিয়াকত আলী,শোয়েব আনসারী, ইলিয়াস সানিসহ নগরীতে অবস্থানরত বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চন্দনাইশের দোহাজারীর কিছু লোক উত্তর সাতকানিয়া থানা বাস্তবায়নে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। চন্দনাইশকে ভেঙ্গে তারা পৃথক থানা করুক আমাদের সমর্থন থাকবে। কিন্তু উত্তর সাতকানিয়ার সাথে তাদেরকে কোনভাবেই মেনে নেয়া হবেনা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM