শীতকালীন সবজি হিসেবে শিমের রয়েছে ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা। বাজারে দেখা যাচ্ছে নতুন শিম। উত্তরবঙ্গ থেকে আসছে এই সবজি। শীত বাড়ার সাথে সাথে এখন চট্টগ্রামের কৃষকদের ক্ষেতেও শিম গাছে ফুল ফুটে আসতে শুরু করেছে শীম। কয়েকদিন পর উৎপন্ন এই শিম বাজারে যাবে। হালিশহর থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।