সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দের জন্য গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদার সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ফজলুল করিম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইন উদ্দিন।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের স্বাগত বক্তব্যের পর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন জেলা ফ্যাসিলিটেটর উজ্জল কুমার দাস চৌধুরী।
কর্মশালায় মোট ৪৫ জন বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ অংশ নেন।