লংগদুতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙামাটির লংগদু উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

- Advertisement -

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে কৃষিদপ্তর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ধানবীজ, সার, ভূট্টাবীজ এবং বিটি বেগুনের বীজ বিতরণ করা হয়। পরে বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু নাছির।

সভাশেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ হিসেবে প্রতিজনকে দুই কেজি ভুট্টার বীজ, পাঁচ কেজি ধানের বীজ, ২০ গ্রাম বিটিবেগুনের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করেন অতিথিরা।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM