বিশুদ্ধ পানির অভাব মিটল চন্দ্রঘোনা পাহাড়ীকা স্কুলে

দীর্ঘ ৪৫ বছর পর কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান হতে যাচ্ছে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি ডীপ টিউবওয়েল বসানোর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের এ সমস্যার সমাপ্তি হচ্ছে।

- Advertisement -

সোমবার পাহাড়ীকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানে ডীপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্ভোধন করা হয়।

- Advertisement -google news follower

বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াছ কাঞ্চন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টান মিশন হাসপাতালের উপ- পরিচালক ড. প্রবীর খিয়াং, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রসিদ, কাপ্তাই নৌ-বাহিনী স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. এনামুল। সভাশেষে ডীপ টিউবওয়েল বসানোর কাজের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM