লংগদুতে বিজয় দিবসের প্রস্তুতি সভা

রাঙামাটির লংগদু উপজেলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় বিজয় দিবসের সকল অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সফল ও স্বার্থক করতে সংশ্লিষ্ট উপ-কমিটিসমূহকে নির্দেশ প্রদান করেন সভাপতি প্রবীর কুমার রায়। বিজয় দিবসের অনুষ্ঠানসমূহের মধ্যে রয়েছে সূর্যদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ত্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

- Advertisement -google news follower

সভায় উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত, মুক্তিযোদ্ধা শাহ্নেওয়াজ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খানসহ বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিককর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM