কলকাতার দাদাবাবু চঞ্চল

আগামী ঈদের জন্য বেশ কয়েকটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

- Advertisement -

এর মধ্যে গল্প এবং চরিত্রানুযায়ী একটু ব্যতিক্রমী চরিত্রে উপস্থিত হচ্ছেন ইমরাউল রাফাত পরিচালিত ‘কলকাতার দাদাবাবু’ ধারাবাহিকে। এতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন।

- Advertisement -google news follower

পুরান ঢাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। তবে চঞ্চল চৌধুরী জানান, আরো একদিন তাকে শুটিংয়ে অংশ নিতে হবে।

নাটকে দেখা যাবে দুটি পরিবার একটি বাড়িতে বসবাস করে। কিন্তু কলকাতা থেকে একসময় একজন দাদাবাবু এসে কাগজপত্র দেখিয়ে দাবি করেন এটা তার বাপদাদার সম্পত্তি। এই নিয়ে শুরু হয় নানা জটিলতা।

- Advertisement -islamibank

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ঈদ এলে দর্শকদের বিনোদনের কথা ভেবে সবসময় হাস্যরসাত্মক গল্পের নাটকে অভিনয় করি। কিন্তু ‘কলকাতার দাদাবাবু’ নাটকের গল্প বেশ সিরিয়াস। এতে আমি কলকাতার দাদাবাবুর চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি আমি খুব উপভোগ করেছি। দর্শকরাও নাটকটি উপভোগ করবেন বলে আমার বিশ^াস।

জয়নিউজবিডি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM