ভিকারুননিসার ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন

রাজধানীর ভিকারুননিসার ঘটনায় গভর্নিং বডির পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

- Advertisement -

তদন্ত কমিটিতে আছেন বডির সদস্য আতাউর রহমান, তিন্না খুরশিদ জাহান ও শিক্ষক ফেরদৌসী জাহান।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমের সামনে কথা বলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

তিনি বলেন, সোমবার (৩ ডিসেম্বর) কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করা হয়নি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগও আসেনি এ ঘটনায়। আমরা স্বপ্রণোদিত হয়ে তদন্ত কমিটি করেছি। প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস-পরীক্ষা চলছে।
তবে টিসি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

- Advertisement -islamibank

এদিকে মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভিকারুননিসায় ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের এমন ব্যবহার কাম্য নয়।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM