রপ্তানি-বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবারও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছরই সিআইপি ঘোষণা করে। মুজিব এ নিয়ে ৬ষ্ঠবার সিআইপি হলেন।
ওভেন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি সিআইপি নির্বাচিত হন। মুজিব স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।
নভেম্বর মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনের আলোকে মঙ্গলবার (৪ ডিসেম্বর) জাতীয় দৈনিকগুলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, সাধারণ উদ্যোক্তাদের মধ্য থেকে ১৩৭ জন এবং এফবিসিসিআইয়ের ৪১ জন পরিচালকসহ মোট ১৭৮ জন ব্যক্তিকে এবার সিআইপি নির্বাচিত করা হয়েছে।