ভুঁড়ি কমান ৫ উপায়ে

জয়নিউজ ডেস্ক :

- Advertisement -

ব্যাস্ত জীবন, দম ফেলার সময় নেই । আজ যাব, কাল যাব করে আর জিমে যাওয়া হয় না । অনিয়মিত জীবনযাপন, পরিবর্তিত খাদ্যাভ্যাস, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থেকে কাজ করা— এ তিন কারণে মানুষকে ভুগছে নানা রোগের। হালে ভারী তলপেট ও ভুঁড়ির সমস্যায় ভুগছেন বেশিরভাগ মানুষ। অথচ মাত্র ৫ উপায়ে কমানো যায় ভুঁড়ি!

- Advertisement -google news follower

১.

ভুঁড়ি কমান ৫ উপায়ে | 1 2

- Advertisement -islamibank

চেয়ারে বসুন। দুই পা ফাঁক করুন যতটা পারেন। এবার হাত দু’টি দু’দিকে সোজা করে মেলে দিন। ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা ও বাঁ হাত দিয়ে ডান হাতের পাতা ছোঁয়ার চেষ্টা করুন। দিনে দিনে এর সংখ্যা বাড়ান। এতে পেটে চাপ পড়বে। দিন কয়েকেই বুঝবেন পেটের অতিরিক্ত চর্বি গলছে।

২.

ভুঁড়ি কমান ৫ উপায়ে | 2

একটি পোক্ত চেয়ারে বসুন। কাঠের চেয়ার হওয়াই ভালো। এর পর চেয়ারের উপর দু’হাতের তালু রেখে তাতে ভর দিন। পুরো শরীরটাকেই দুই হাতের তালুর ভরে উপরের দিকে তোলার চেষ্টা করুন। যতটা পারছেন, ততটাই। প্রথমেই জোর করে অনেকটা তুলবেন না। এতে পেশীতে খিঁচ লাগতে পারে। বার কয়েক এমন করলে কোমর ও তলপেটের চর্বি ঝরবে সহজে।

৩.

ভুঁড়ি কমান ৫ উপায়ে | 3 1

একটি শক্ত কাঠের চেয়ারে বসে চেয়ারের হেলান দেওয়ার জায়গাটি দু’হাতে ভর দিন। এর পর চেয়ারে বসেই দুই পা হাঁটু পর্যন্ত ভাঁজ করে যতটা পারেন বুকের কাছে আনুন আর সামনের দিকে শূন্যে ভাসিয়ে দিন। এমন করে বার পাঁচেক করুন। ধীরে ধীরে সময় বাড়ান। এতে পেট ও কোমরের পেশী টান পড়ে ও মেদ ঝরে সহজে।

৪.

ভুঁড়ি কমান ৫ উপায়ে | 4

চেয়ারে বসে দু’হাত ভাঁজ করে মাথার পিছনে দিন। এবার এক এক করে হাঁটু ভাঁজ করা অবস্থায় মাটি থেকে পা তুলুন। ডান হাতের কনুই দিয়ে বাঁ হাঁটু ও বাঁ হাতের কনুই দিয়ে ডান হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন। বার পনেরো করুন। এতে আপনার কোমরের মেদ তো ঝরাবেই, সঙ্গে শরীরের একাংশ কিছুটা ভাঁজ হওয়ার দরুন পেটের অতিরিক্ত চর্বিও গলবে সহজে।

৫.

ভুঁড়ি কমান ৫ উপায়ে | 5

একটা চেয়ারের কোণা এক হাতে ধরে দাঁড়ান। এরপর একটি পা ভাঁজ করে পিছন দিক দিয়ে কোমরের কাছ অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করুন। গোড়ালির কাছটা ধরে থাকুন অন্য হাত দিয়ে। জঙ্ঘা ও পেটের জন্য এই ব্যায়াম খুব উপকারী। অনেকের পা ভারী হয়। তাঁদের জন্যও এই ব্যায়াম কার্যকর। প্রতি পায়ে দশ বার করে করুন এই ব্যায়াম।

তথ্যসূত্র: আনন্দবাজার

 

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM